ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়া চলাচলের পথ দখল করলো জুয়েলারী সমিতির সভাপতির

veveyww_1চকরিয়া সংবাদদাতা :

চকরিয়া জুয়েলারী সমিতির সাবেক সভাপতি রতন বরণ দাশের বিরুদ্ধে প্রশাসনিক বাধা উপেক্ষা করে চকরিয়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও বিজয় মঞ্চ সংলগ্ন এলাকায় পারিবারিক চলাচল পথ জবর দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত রতন বরণ দাশ পৌরসভা ৩নং ওয়ার্ডের চিরিংগা হিন্দুপাড়া গ্রামের বিজয় মঞ্চ সংলগ্ন মৃত অনিল দাশের পুত্র। এনিয়ে ভূক্তভোগী একই এলাকার সুধাংশু বিকাশ দাশের পুত্র বাবুল কান্তি দাশ (৫০) বাদী হয়ে অভিযুক্ত রতন বরণ দাশ (৪৫) সহ অজ্ঞাত ৪/৫জনের বিরুদ্ধে গত ১৪মে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে থানার ওসির নির্দেশে এসআই তানভীর আহমেদ সংগীং পুলিশদল নিয়ে গতকাল ১৬মে সকালে ঘটনাস্থলে পৌছে স্থাপনা নির্মাণ ও চলাচল পথ দখলকাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিলেও তা অমান্য করে স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।

অভিযোগে জানাগেছে, জুয়েলারী সমিতির সাবেক সভাপতি রতন বরণ দাশ ওই এলাকায় ৮কড়া জমি ক্রয় করে পুরো জমিতেই বহুতল ভবন নির্মাণ করছেন। কিন্তু ভবনের ছাদ নির্মাণ করছেন অন্যান্য পরিবারের পুরো চলাচল পথের উপর। স্থানীয়রা অভিযোগ করেন, ছাদ নির্মাণকাজ শেষ হলে যত দ্রুত সম্ভব চলাচল পথের সব জমি জবর দখলে নেবেন। এনিয়ে স্থানীয়রা পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত: