কক্সবাজারে অনুষ্টিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্টানে শিক্ষাখাতে ব্যাপক সফলতার জন্য কক্সবাজার জেলার মধ্যে চকরিয়া উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ সেরা পুরস্কার অর্জন করেছেন। শনিবার বিকালে অনুষ্টানে উপস্থিত অতিথির কাছ থেকে সেরা বিদ্যালয়ের পুরুস্কার এবং ক্রেষ্ট গ্রহন করেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের। চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থীরা প্রতিবছর ধারাবাহিকভাবে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলতার সাথে শতভাগ পাশ এবং সরকারি-বেসরকারী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি লাভ করছেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্টানটিতে পাঠদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল প্রযুক্তি অবাধ ব্যবহার নিশ্চিত করে ব্যাপক সফলতা সৃষ্টি করায় অনুষ্টিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিচারকদের সমন্বিত মতামতের ভিত্তিতে চকরিয়া কোরক বিদ্যাপীঠ সকল ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এতে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব খোরশেদ আরা হক, জেলা পুলিশ সুপার ড. এ.কে.এম ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।
পাঠকের মতামত: