চকরিয়ায় ২০১৭ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচক কমিটির সুচারু রায়ে ৯টি ক্যাটাগরীতে উপজেলায় সেরা হয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ। তারমধ্যে উপজেলায় মাধ্যমিক বিভাগে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন কোরক বিদ্যাপীঠ, সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান শিক্ষক মো.নুরুল আখের, সেরা স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক আনছারুল করিম, সেরা স্কাউট শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির দশম শ্রেনীর ছাত্র আবদুল্লাহ মোহাম্মদ ইয়াছের, সেরা শিক্ষার্থী হয়েছেন প্রতিষ্ঠানটির দশম শ্রেনীর ছাত্রী তাওরিন তাসনিয়া তাসফি, একই সাথে তাসফি বাংলা কবিতা আবৃত্তি ক্যাটাগরিতেও সেরা হয়েছেন। বির্তক প্রতিযোগিতায় সেরা হয়েছেন প্রতিষ্ঠানটির নবম শ্রেনীর ছাত্র রাহাত আল মামুন। অপরদিকে বিচারকদের রায়ে উপজেলার মধ্যে সেরা স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ। গত ২০ ফেব্রুয়ারী চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে আনুষ্টানিকভাবে ফলাফল ঘোষনাকালে প্রতিষ্ঠানটির এসব সাফল্য তুলে ধরা হয়।
জানা গেছে, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামকে সভাপতি ও সহকারি কমিশনার (ভুমি) মো.দিদারুল আলমকে সদস্য সচিব করে গঠিত কমিটির তত্তাবধানে সংশ্লিষ্ট উপ-কমিটির নির্বাচকবৃন্দ যাছাই-বাছাই করে ক্যাটাগরী ভিত্তিক সেরা প্রতিযোগি ও প্রতিষ্ঠানের নাম ঘোষনা করেন। নির্বাচক কমিটির অপর সদস্যরা হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.খুরশিদুল আলম চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তা সমীরণ দাশ, উপজেলা আইসিটি কর্মকর্তা আজিমুল হক, উপজেলা মাধ্যমিক বিভাগের একাডেমিক সুপার ভাইজার রতন বিশ^াস, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা বিকাশ ধর ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা রফিক উদ্দিন।
চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আসলাম খাঁন স্বাক্ষরিত ফলাফলে দেখা গেছে, ৯টি ক্যাটাগরীতে চকরিয়া কোরক বিদ্যাপীঠ সেরা নির্বাচিত হয়েছেন। পাশাপশি বিভিন্ন ক্যাটাগরীতে অপরাপর শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকবৃন্দ সেরা নির্বাচিত হয়েছেন। তাতে রয়েছেন কলেজের মধ্যে সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন চকরিয়া বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, মাদরাসায় সেরা শিক্ষক হয়েছেন ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া মাদরাসার শিক্ষক মো.নাছির উদ্দিন, সেরা কলেজ হয়েছে ডুলাহাজারা কলেজ, সেরা মাদরাসা ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া মাদরাসা। সেরা শ্রেনী শিক্ষক ডুলাহাজারা কলেজের ছিন্টু কুমার চৌধুরী, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নরেশ রুদ্র, সেরা গার্লস গাইড শিক্ষক চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহনেওয়াজ বেগম, সেরা গার্লস গাইড গ্রুপ হয়েছেন চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সেরা গার্লস গাইড শিক্ষার্থী হয়েছেন চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অর্পিতা পাল অর্পা। ##
পাঠকের মতামত: