ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন প্রধান ডা. মোহাম্মদুল হক

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ডা. মোহাম্মদুল হক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বির্তকিত ডা. মোহাম্মদ শাহবাজকে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় বদলি করা হয়েছে।

তাঁর স্থলে লামার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক কে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকের পক্ষে পরিচালক প্রশাসন ডা.মো. বেলায়েত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন জারি তিন কর্ম দিবসের মধ্যে দায়িত্ব হস্তান্তর করার জন্য বলা হয়েছে।

সূত্র জানায়, ৫জুলাই ‘টেন্ডার কমিটির অবহেলায় ফেরত গেছে চকরিয়া সরকারী হাসপাতালের বরাদ্দের কোটি টাকা’ শিরোনামে চকরিয়া নিউজ সহ কয়েকটি প্রথম সারির জাতীয় দৈনিক তথ্যবহুল সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই কর্মকর্তাকে নিয়ে জেলাজুড়ে ব্যাপক সমালোচিত হয়। গত কয়েক দিন ধরে ডা. শাহবাজকে বদলির গুঞ্জনের পর তাকে লামায় বদলি করা হলো।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার মূল্যায়ন কমিটির অবহেলায় বরাদ্দের প্রায় ১কোটি টাকা ফেরত গেছে। সঠিক সময়ে দুইবার টেন্ডার প্রক্রিয়া শেষ করতে না পারায় এ টাকা ফেরত যায়। এছাড়াও ডা. মো. শাহবাজের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলাসহ নানা অভিযোগ রয়েছে বলেও একাধিক সুত্রে জানা গেছে।

করোনা ভাইরাসের সংক্রমণের পর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনকে আইসোলেশন সেন্টার রূপান্তর করতে বলা হলেও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সমালোচনার মুখে ছিলেন ডা. শাহবাজ। অন্যদিকে পার্বত্য লামা উপজেলায় ডা. মোহাম্দুল হক দায়িত্ব পালন সময়ে বেশ সুনাম অর্জন করায় তাকে জন গুরুত্বপূর্ণ এলাকা চকরিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক চকরিয়া নিউজকে বলেন, ‘চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব নিতে স্বাস্থ্য অধিদপ্তর জারি করা প্রজ্ঞাপনটি হাতে পেয়েছি। যেহেতু আমি আগেও চকরিয়া সরকারী হাসপাতালে দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চকরিয়াবাসীকে স্বাস্থ্য খাতে পরিপূর্ণ সেবা দিতে শতভাগ চেষ্টা করব।’ পাশাপাশি আমি সচেতন চকরিয়াবাসীর সহযোগিতাও কামনা করছি।

পাঠকের মতামত: