ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা প্রশাসনের ওয়ান স্টপ সার্ভিস পরির্দশনে বিভাগীয় কমিশনার

এম.জিয়াবুল হক, চকরিয়া ::    চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জনগনের কাছে সরাসারি সরকারি সব ধরনের সেবা পৌঁছাতে ইতোমধ্যে চালুর প্রক্রিয়াধীন ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম পরির্দশন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো.আবদুল মান্নান। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি চকরিয়া উপজেলা পরিষদে পৌঁছে ওয়ান স্টপ সার্ভিস স্টেশনের সকল কার্যক্রম ঘুরে দেখেন। এর আগে তাকে চকরিয়া উপজেলা পরিষদে স্বাগত জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এবং চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দীপক চক্রবর্তী, চকরিয়া উপজেলা সহকারি কমিশনার খোন্দকার মো.ইখতেয়ার উদ্দিন আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, চকরিয়া উপজেলার কৃতি সন্তান ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী সমরজিৎ রায়, চকরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের নেতা শাহাব উদ্দিন শাকিল, উপজেলা তথ্য সেবা কেন্দ্রের সহকারি এরশাদুল হক ও উপজেলা চেয়ারম্যানের সহকারি জিএম পারভেজ। এছাড়াও পরির্দশনকালে চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার মো.আবদুল মান্নান বলেছেন, বর্তমান সরকার দেশের অগ্রগতি ও জনগনের ভাগ্য উন্নয়নে সব ধরণের উন্নয়ন কাজ করে যাচ্ছেন। সরকার প্রধানের সদিচ্ছা রয়েছে বর্তমান সরকারের দৃশ্যমান সকল উন্নয়ন অগ্রগতি মুর্হৃতে দেশের জনগনের সামনে তুলতে। সেইজন্য সরকার প্রযুক্তিখাততে সবচে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, জন্ম-মৃত্যু, বিবাহ বিচ্ছেদ উন্নয়ন অগ্রগতিসহ প্রতিটি ক্ষেত্রে বর্তমান পেক্ষাপটে তথ্যপ্রযুক্তির কোন বিকল্প নেই। সেইজন্য বর্তমান সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি সেক্টরকে অনলাইনের আওতায় নিয়ে এসেছেন। জনগনও তাঁর সুফল পেতে শুরু করেছে।

বিভাগীয় কমিশনার মো.আবদুল মান্নান বলেছেন, সরকারি সব প্রতিষ্ঠানে এখন অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। রাজধানী ঢাকা কিংবা চট্টগ্রামে বসে এখন মফস্বল উপজেলার খবরা-খবর মুর্হুতে জানা যাচ্ছে। আমরাও চাই অনলাইনের মাধ্যমে মুহুর্তেই জনগনের মাঝে সরকারি সব ধরনের সেবা নিশ্চিতে। সেইজন্য চকরিয়া উপজেলা প্রশাসনের প্রতিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে। এই সেবা কার্যক্রমের মাধ্যমে যেমন সরকারি সব ধরণের কাজে স্বচ্ছতা আসতে, তেমনি কাজের ক্ষেত্রে সময়, অর্থ অপচয় রোধ হবে। সবচে সফল হবো আমরা অনিয়ম, দূর্নীতি ও হয়রানীমুক্ত সেবা নিশ্চিতে। ##

পাঠকের মতামত: