নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
আগামী ১৮ মার্চ চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যেসব উপজেলাতে নির্বাচন হচ্ছে, সেসব উপজেলায় ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষনার জন্য নির্বাচন কমিশন পত্র দিলে মন্ত্রীপরিষদ বিভাগ চকরিয়া উপজেলা সহ ১৮ মার্চ যেসব উপজেলায় ভোট গ্রহন হবে, সেসব উপজেলায় এক প্রজ্ঞাপন মূলে সাধারণ ছুটি ঘোষনা করেছে। নির্বাচন সংশ্লিষ্ট ও অত্যাবশ্যকীয় অফিস গুলো ছাড়া এদিন সরকারি, বেসরকারি, সায়ত্বশাসিত, আধা সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। চকরিয়া উপজেলায় নির্বাচনী অপরাধসমুহ আমলে নেয়া ও বিচারিক সিদ্ধান্ত দেয়ার জন্য চকরিয়া উপজেলা চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব’কে জুডিসিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। ১৭ মার্চ দিবাগত রাত ১২ হতে চকরিয়া উপজেলায় নির্বাচন সংশ্লিষ্ট যান ছাড়া সকল প্রকার যানবাহন, মোটর সাইকেল, নৌযান চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। এছাড়া, ১৬ মার্চ দুপুর ১২ টা হতে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে। চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারে কার্যালয়ের প্রধান সহকারী মোহাম্মদ মোজাফফর সিবিএন-কে তথ্য গুলো জানিয়েছেন। প্রসংগত, কক্সবাজার জেলার ৮ টি উপজেলার মধ্যে আগামী ১৮ মার্চ সর্বপ্রথম চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত: