ঢাকা,রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে ১৭ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

দেশে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে ১৮ মার্চ। ওই নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলায় সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন শেষ দিনে। আজ ১৮ ফেব্রুয়ারী সোমবার নির্ধারিত সময় বিকাল ৫টা পর্যন্ত সহকারী রির্টানিং অফিসার মো.সাখাওয়াত হোসেনের কার্যালয়ে প্রার্থীদের ফরম জমা নেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ। সর্বমোট চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ১৭জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ছাড়া চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে অপর ১৬ প্রার্থী স্বতন্ত্র।
এই উপজেলায় নির্বাচন করতে চেয়ারম্যান পদে ৬জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩জন ও সাধারণ ভাইস-চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। আগামী ২০ ফেব্রুয়ারী জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে প্রার্থীতা বাছাই ও ২৭ ফেব্রæয়ারী প্রার্থীদের প্রত্যাহারের শেষদিন নির্ধারন করা হয়েছে।
চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেয়া ছয় প্রার্থী হলেন- আওয়ামীলীগ মনোনিত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক এসএম সিরাজুল হক, শ্রমিক নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন মিঠু।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফরম জমা দেয়া তিন প্রার্থী -বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাহানারা পারভীন ও জেসমিন হক জেসি চৌধুরী। ভাইস-চেয়ারম্যান পদের তিন নারী প্রার্থীই উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী।
সাধারণ ভাইস-চেয়ারম্যান পদে ফরম জমা দেয়া আট প্রার্থী হলেন-বর্তমান ভাইস-চেয়ারম্যান সংগীত শিল্পী সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টু, যুবলীগ নেতা বেলাল উদ্দিন শান্ত, হেলাল উদ্দিন, আব্দুল ওয়াহেদ এবং আবদুল্লাহ আল নোমান সবুজ।
মনোনয়ন ফরম জমা দেয়ার সময় প্রার্থীদের উদ্দেশ্যে রির্টানিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ বলেন, আপনাদের পক্ষে উপজেলার বিভিন্ন স্থানে ইতিপূর্বে টাঙ্গানো পোস্টার-ব্যানার দ্রুত উঠিয়ে নিতে হবে। কোন ভাবেই আচরণ বিধি লঙ্গন করা যাবেনা।
এসময় নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ণ করতে প্রার্থীদের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।

পাঠকের মতামত: