ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রার্থীর মনোনয়নফরম সংগ্রহ

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

আগামী ১৮ মার্চ অনুষ্টিতব্য চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে শুরু করেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারী মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনকে উপলক্ষ্য করে গতকাল বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত চকরিয়া উপজেলাা নির্বাচন কার্যালয় থেকে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, গতকাল ১৪ ফেব্রুয়ারী বিকাল ৫টা পর্যন্ত তার কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন মোট আটজন প্রার্থী। তাঁরা হলেন চেয়ারম্যান পদে ফজলুল করিম সাঈদী ও মোহাম্মদ জহির।

মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন ও জেসমিন হক জেসি। সাধরাণ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, ছৈয়দ আলম কমিশনার, মকছুদুল হক ছুট্টু, আবু মুছা ও হেলাল উদ্দিন।

তিনি বলেন, নির্বাচনে অংশ গ্রহনে ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত ফরম নিয়ে জমা দিতে পারবেন।#

পাঠকের মতামত: