ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে চেয়ারম্যান পদে-২, মহিলা ও সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থী ফরম নিলেন

চকরিয়া নিউজ ডেস্ক ::

আগামী ১৮ মার্চ অনুষ্টিতব্য চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে শুরু করেছেন। ১৮ ফেব্রুয়ারী মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনকে সামনে রেখে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত চকরিয়া নির্বাচন অফিস থেকে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

উপজেলঅ নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ১৪ ফেব্রুয়ারী বিকাল ৫টা পর্যন্ত তার কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন চেয়ারম্যান পদের জন্য ফজলুল করিম ও মোহাম্মদ জহির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে ফরম নিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন ও জেসমিন হক জেসি। সাধরাণ ভাইস চেয়ারম্যান পদের জন্য ফরম নিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, ছৈয়দ আলম, মকছুদুল হক ছুট্টু, আবু মুছা ও হেলাল উদ্দিন।
নির্বাচন কর্মকর্তা আরো বলেন, ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত ফরম নিয়ে জমা দিতে পারবেন।

পাঠকের মতামত: