ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়া উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান সাঈদী,  ভাইস চেয়ারম্যান ছুট্টো ও জেসি চৌধুরী শপথ নিচ্ছেন আজ

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) চট্টগ্রাম সার্কিট হাউজে আনুষ্ঠানিক শপথ নিচ্ছেন কক্সবাজারের সাত উপজেলা থেকে নির্বাচিত ২০জন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো.আবদুল মান্নান বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউজের সস্মেলনকক্ষে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা মো.বশির আহমদ।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো.বশির আহমদ বলেন, আজ বৃহস্পতিবার চট্টগ্রামে শপথ নেবেন চকরিয়া, পেকুয়া, মহেশখালী, উখিয়া, টেকনাফ ও কক্সবাজার সদর উপজেলা থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাদের মধ্যে আছেন সাতজন উপজেলা চেয়ারম্যান, ৬জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও সাতজন নারী ভাইস চেয়ারম্যান। তবে কুতুবদিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে একজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও অন্য দুইটি পদে এখনো নির্বাচন হয়নি। সেই কারনে তাদের নামে গেজেট প্রকাশ হয়নি।

জানা গেছে, জেলার সাতটি উপজেলায় ২১জন নির্বাচিত হলেও টেকনাফ উপজেলা নির্বাচনে বিজয়ী পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোট পুন:গণনার দাবিতে ইতোমধ্যে কক্সবাজারের একটি আদালতে মামলা করেছেন বিজিত প্রার্থী। সেই কারনে আদালতের বিচারক টেকনাফ উপজেলার নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ আগামী ৬ মে পর্যন্ত স্থগিত করেছেন।

গত ১৮ মার্চ অনুষ্ঠিত চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী নির্বাচিত হয়েছেন। অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো। ওইদিন চকরিয়া উপজেলার ৯৯টি কেন্দ্রের মধ্যে ৯৮টি কেন্দ্রে শান্তিপুর্ণ ভোট গ্রহন সম্পন্ন হলেও একজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগপুর্ণ পরিস্থিতির কারনে ভোট গ্রহন স্থগিত করেন ইসি।

ফলে ১৮ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৪ হাজার ২৯৪ ভোট পেয়েও বিজয়ী হওয়ার পথে আটকে যান চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী।

এরপর গত ১৭ এপ্রিল স্থগিত থাকা চকরিয়া পৌরসভার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন করেন ইসি। ওই কেন্দ্রে জেসি চৌধুরী কলস প্রতীকে পেয়েছেন ৩১১ ভোট। পুন ভোটগ্রহনসহ জেসি চৌধুরী ৩৪ হাজার ৬০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, গতমাসে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যানের নামে গেজেট প্রকাশ করেছে ইসি। ১৭ এপ্রিল একটি কেন্দ্রে ভোট গ্রহনের পর ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী জেসি চৌধুরীর নামেও ২৩ এপ্রিল গেজেট প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। তিনি আজ ২৫ এপ্রিল চকরিয়া জেলার সাতটি উপজেলার সঙ্গে চকরিয়া উপজেলা নির্বাচনে বিজয়ীদেরকে শপথ গ্রহনের জন্য পরিপত্রও জারি করেছে ইসি। #

পাঠকের মতামত: