ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা নিবার্চনে সাঈদীসহ ৬ আওয়ামীলীগ নেতা মনোনয়নপত্র জমাদান

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

কক্সাবাজারে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফজলুল করিম সাঈদীসহ ৬ আওয়ামী লীগ নেতা। রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলের মনোনয়ন প্রত্যাশীরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তারা হলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্রনেতা আমিনুর রশিদ দুলাল, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী ও আওয়ামী লীগ নেতা নূরে হাবিব তসলিম।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম ছাড়া বাকী পাঁচজন এবারই প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠে নেমেছে।

তরুণ আ.লীগ নেতা ফজলুল করিম সাঈদী বলেন, ‘দলের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। চকরিয়ায় দলের জন্য অনেক কষ্ট করেছি। তাই দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য মনে করে চেয়ারম্যান পদে আমাকে মনোনয়ন দেবেন বলে আশা করছি।

পাঠকের মতামত: