ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চকরিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাফর আলমকে দল থেকে অব্যাহতি

বার্তা পরিবেশক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় আওয়ামীলীগ’র নেতাদের সম্পর্কে কটুক্তি, সদ্য সম্পন্ন হওয়া ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান, দলীয় শৃঙ্খলা বিরোধী বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ, দলীয় নেতাদের আনুগত্য স্বীকারে বাধ্য করতে অবৈধ অস্ত্রের ব্যবহার, চিহ্নিত ডাকাতের সহযোগিতায় দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের চিংড়ি ঘের দখল, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি নষ্টকরণসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ চকরিয়া উপজেলা শাখার সভাপতি জাফর আলমকে সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ১৬ মে ২০১৬ খ্রিস্টাব্দ বাংলাদেশ আওয়ামীলীগ চকরিয়া উপজেলা শাখার এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফাঁসিয়াখালী ইউনিয়নের আপন কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়। ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামীলীগ কমিটির দুই তৃতীয়াংশের অধিক সদস্যের মতামতের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতির পদ শূন্যকালীন সময়ে সংগঠনের উপজেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি সরওয়ার আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ কর াহয়। পাশাপাশি এই সিদ্ধান্তের চূড়ান্ত বাস্তবায়নসহ জাফর আলমের প্রাথমিক সদস্যপদ খারিজ চেয়ে বাংলাদেশ আওয়ামীলীগ’র প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, কক্সবাজার জেলা আওয়ামীলীগ’র সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বরাবর পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। চকরিয়া উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী অব্যাহতি আদেশের সত্যতা নিশ্চিত করে বলেন, “যথাযথ নিয়ম অনুসরণ করে সংগঠনের সভাপতি পদ থেকে জাফর আলমকে অব্যাহতি প্রদান করা হয়েছে।” এই সিদ্ধান্তের পর জাফর আলম দলীয় পদ-পদবী ব্যবহারের যোগ্যতা হারালেন উল্লেখ করে তিনি আরো বলেন, “অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি হিসেবে সংগঠনের নাম ব্যবহার করে জাফর আলম কোন অপরাধকর্ম করলে সংগঠন এর দায়ভার বহন করবে না।”

পাঠকের মতামত: