ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

চকরিয়া উপজেলার মনোনয়নপত্র জমা ও বাছাই

নিজস্ব প্রতিবেদক ::
দেশে দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ যেসব উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে চকরিয়া উপজেলা পরিষদও রয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সেখানে নির্বাচনী সরগরম শুরু হয়েগেছে। চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও সাধারন পদে প্রার্থীরা ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন। আজ বুধবার সকাল থেকে জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে বাছাই অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ পদে ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
বাছাই শেষে আজ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়ন বাতিল ও অন্যদের বৈধ ঘোষনা করা হয়।ছবিতে আ.লীগ সমর্থিত ২জন প্রার্থী গিয়াস উদ্দিন ও সাঈদী বিজয় সূচক চিহৃ দেখিয়ে বিজয় প্রকাশ করছে।

পাঠকের মতামত: