এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী,জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা।তিনি১৯জানুয়ারী শুক্রবার রাত ৮টার দিকে আকস্মিক ভাবে নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনে করেন।প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কক্সবাজার -(১)চকরিয়া -পেকুয়া সংসদীয় আসনের সংসদ সদস্য হাজ্বী মো:ইলিয়াছ এম.পি,জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান,সহসভাপতি মোশারফ হোসেন দুলাল,জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান(৩) আসমাউল হুসনা,জেলা পরিষদের সদস্য ও জাতীয় পার্টির নেত্রী রেহেনা খানম রাহু,ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির সভাপতি নুরুল আমিন,কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও এনজিও সমন্বয়ক মোহাম্মদ নোমান,চকরিয়া প্রেস ক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক জাকের উ্লাহ চকোরী,সাবেক সভাপতি এম জাহেদ চৌধুরী,বর্তমান সভাপতি আবদুল মজিদসহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা পরিদর্শনকালে এলাকার সার্বিক বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের কাছ থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ব্যাপারে খবর নেন।তিনি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে চলমান অবকাঠামোগত প্রকল্পের কাজের দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।পরিদর্শনে পূর্বে মন্ত্রী চকরিয়া-পেকুয়া জাতীয় পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
পাঠকের মতামত: