এম জিয়াবুল হক, চকরিয়া ::
টানা ১০ বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ চকরিয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২২। গতকাল শনিবার ১০ সেপ্টেম্বর চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম চৌধুরী।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার ১ আসনের সাংসদ আলহাজ জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার মহেশখালী আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক আজিম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু এমআর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, মোহাম্মদ মুছা, চকরিয়া মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক নারী ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন, সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, সাবেক সহসভাপতি মো ওয়ালিদ মিল্টন, সাবেক সহসভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, চকরিয়া পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, চকরিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি ফরিদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব হায়দার আলী, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহমুদ রুবেল, সাধারণ সম্পাদক আকিত হোসেন সাজিব। এছাড়াও সম্মেলনে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের অধীন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক বক্তব্য দেন।
সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। সেইজন্য দলের ভেতরে কোনধরনের বিভেদ বৈষম্য রাখা যাবেনা। তাই সময় থাকতে সবাইকে ভেদাভেদ ভুলে দলের জন্য কাজ করতে হবে।
আওয়ামী লীগ একটি বৃহত্তর ও জনবান্ধব রাজনৈতিক সংগঠন। এখানে দলাদলি কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী উপস্থিত না থাকা প্রসঙ্গ টেনে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, উশৃংখল নেতাকর্মীররাই দলের বিপদ ডেকে আনে। উশৃংখল করা বিএনপি জামায়াতের সংস্কৃতি। এর থেকে বের হয়ে এসে দলের শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মেলন মঞ্চে উপস্থিত স্থানীয় নেতাদের প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি এই মন্তব্য করেন।
প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত চকরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও বর্তমান সভাপতি আলহাজ্ব জাফর আলম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, প্রচার সম্পাদক আবু মুছাসহ ৪ জন। দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোট আবু মুছা চকরিয়া উপজেলা আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পাঠকের মতামত: