ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়া আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন

এম.জিয়াবুল হক, চকরিয়া ::   চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির নির্বাচন গতকাল বৃহস্পতিবার শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১১ সদস্যের নতুন কমিটির নির্বাচিত হয়েছেন। এতে সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট এম লুৎফুল কবির সভাপতি ও অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এদিন বিকাল দুইটায় আইনজীবি সমিতির কার্যালয়ে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল চারটায় সমাপ্ত হয়। নির্বাচনে সমিতির সদস্য মোট ৪৫জন আইনজীবি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিকাল পাঁচটায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো.জসিম উদ্দিন ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ও.কে.এম শেখ সাদী ও অ্যাডভোকেট আলহাজ ওমর আলী।

কমিটির অপরাপর পদে নির্বাচিত কর্মকর্তারা হলেন অ্যাডভোকেট মুজিবুল হক প্রথম সহ-সভাপতি, অ্যাডভোকেট শফিউল মোস্তাফা নুরী সহ-সভাপতি, অ্যাডভোকেট সাইদুর রহমান সহ-সাধারণ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অ্যাডভোকেট শাহরিয়ার ফয়সাল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) পাঠাগার সম্পাদক, অ্যাডভোকেট মো.জাহেদ নেওয়াজ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) অ্যাপায়ন সম্পাদক, অ্যাডভোকেট মো.মাঈন উদ্দিন জেলা প্রতিনিধি, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট এইচএম শহিদ উল্লাহ চৌধুরী ও অ্যাডভোকেট এসএম হেফাজ উদ্দিন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।#

পাঠকের মতামত: