নিউজ ডেস্ক :: কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ২৯মে ২৫৩জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৮২জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে, নতুন ৭৬জন। ৬জন আগে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট। বাকী ১৭১জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার ২৮মে নতুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৭৬জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩১জন, চকরিয়া উপজেলায় ৯জন, উখিয়া উপজেলায় ৬জন, টেকনাফ উপজেলায় ১জন ও রামু উপজেলায় ১২জন। এছাড়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৫জন, লোহাগাড়া উপজেলায় ৮জন, বান্দরবান সদরে ২জন, লামা উপজেলায় ১জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১জন।
এনিয়ে কক্সবাজার জেলায় বুধবার ২৭মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৫৫১ জন। তারমধ্যে, করোনা আক্রান্ত হওয়া রোহিঙ্গা শরনার্থী রয়েছে ২৯জন।
তাছাড়া, আগে থেকেই করোনা আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্টে বৃহস্পতিবার ২৮মে রামু ৪জন, উখিয়ায় ১জন এবং রোহিঙ্গা শরনার্থী ১জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।
২৮ মে পর্যন্ত উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চকরিয়া উপজেলায় ১৫৭ জন, কক্সবাজার সদর উপজেলায় ১৭৬জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ৩২জন, উখিয়া উপজেলায় ৭৯ জন, টেকনাফ উপজেলায় ১৮জন, রামু উপজেলায় ২৩জন, কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২৯জন।
কক্সবাজার জেলায় ইতিমধ্যে একজন মহিলা সহ মৃত্যুবরণ করেছেন ৭জন করোনা রোগী। মোট ৯৮জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পাঠকের মতামত: