চকরিয়ায় স্কুলবিহীন গ্রামে ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক মানের সরকারি প্রাথমিক বিদ্যালয়। পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে ‘করাইয়াঘোনা মোহাম্মদ ইলিয়াছ এমপি সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে নতুন বিদ্যালয়টি স্থাপন হওয়ার মাধ্যমে সরকারের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তনের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে স্থানীয় জনগনের মাঝে। বাড়ির কাছে বিদ্যালয় না থাকার কারনে এলাকার শিশু-কিশোররা এতদিন লেখাপড়া থেকে বঞ্চিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে।
চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.খুরশিদ আলম চৌধুরী জানান, স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ জমি কিনে বিদ্যালয়ের নামে দান করলে কাগজপত্র মন্ত্রানালয়ে পাঠানো হয়। পরে স্কুলবিহীন ওই গ্রামে নতুন বিদ্যালয় প্রতিষ্টার অনুমোদনসহ অর্থবরাদ্ধ নিশ্চিত করেন মন্ত্রানালয়। এরই আলোকে ৮৩ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আর্থিক সহায়তায় রোববার ২০ নভেম্বর সকালে চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বিদ্যালয় বিহীন ওই গ্রামে নতুন বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ আনুষ্টানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.খুরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিদ্যালয় নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান, উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান আলহাজ সেলিম উল্লাহ, উপজেলা প্রকৌশলী মো.আমিন উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক আসমাউল হুসনা, স্থানীয় ওয়ার্ডের নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা খুকুমনি, কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন, সাবেক নারী কাউন্সিলর রেহেনা খানম রাহু, সমাজ সেবক সাইদুর রহমান, মহিউদ্দিন ও এমপির ব্যক্তিগত সহকারি মো.নাজিম উদ্দিন প্রমুখ।
পাঠকের মতামত: