ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ৬কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

চকরিয়া প্রতিনিধি :
চকরিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে ৬কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আজ বুধবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথায় এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা জালিয়াপাড়া এলাকার মৃত খুইল্যা মিয়ার পুত্র মো. খোরশেদ আলম (৩৮), তার স্ত্রী নূরী বেগম (২৮) ও উপজেলার কাকারা ইউনিয়নের বার আউলিয়া নগর এলাকার মো. আজিজের স্ত্রী রুবি আক্তার (২৪)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার উপপরিদর্শক আলমগীর আলমের নেতৃত্বে একদল পুলিশ বরইতলী নতুন রাস্তার মাথা থেকে খোরশেদ আলম ও তার মাদক সিন্ডিকেটকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

পাঠকের মতামত: