ঢাকা,বুধবার, ৬ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত

পারভিন আকতার, চকরিয়া :
দেশে উৎপাদনমুখি সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়ায় নানান আয়োজনে উদযাপিত হয়েছে ৪৬তম জাতীয় সমবায় দিবস। আজ শনিবার সকাল ১০টা এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ, জাতীয় সংগীত পরিবশন, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম এম.এ।

উপজেলা নিবার্হী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছ।

এতে সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুলসহ বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংগঠকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মোহাম্মদ তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান।

 

পাঠকের মতামত: