ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে

চকরিয়ায় ২৬ শ্যালোমেশিনসহ পাইপ জব্দের পর ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্কের সীমানা দেওয়াল লাগোয়া চলমান পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হয়েছে।

আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত চালানো এই অভিযানে ধ্বংস করা হয়েছে ২৬টি শক্তিশালী শ্যালোমেশিন, প্রায় ১৫শ’ ফুট বড় আকারের পাইপ।

বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চকরিয়া নিউজকে জানান, পার্ক লাগোয়া ডুলাহাজারা ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চলের ভেতর রংমহলের দাঙ্গারবিল, পাগলির বিল, খুটাখালীর মধুরশিয়া এলাকায় যৌথভাবে উপজেলা প্রশাসন, সাফারি পার্ক কর্তৃপক্ষ, কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী ও ফুলছড়ি রেঞ্জের সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সমন্বয়ে অভিযান পরিচালনা করে।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাহাত উজ-জামান জানান, সংরক্ষিত বনাঞ্চলের টিলা ও সমতল ভূমির মাটি কাটাসহ শ্যালোমেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বালু তোলায় ব্যবহৃত ২৬টি শ্যালোমেশিন ও প্রায় ১৫শ’ ফুট পাইপ জব্দের পর ধ্বংস করা হয়।

পাঠকের মতামত: