ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

করোনা লকডাউনে

চকরিয়ায় ২১এপ্রিল পর্যন্ত ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে-ইউএনও

এম.জিয়াবুল হক, চকরিয়া :: করোনা ভাইরাসের প্রভাবের কারণে সৃষ্ট পরিস্থিতি ও লকডাউনে ঋণ গ্রহীতাদের আর্থিক অক্ষমতার কারণে চকরিয়া উপজেলায় আগামী ২১ এপ্রিল ২০২১ পর্যন্ত ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত থাকবে বলে ঘোষনা দিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ। মঙ্গলবার ১৩ এপ্রিল চকরিয়া উপজেলা প্রশাসনের সরকারি প্রচার মাধ্যমে ফেসবুক ফেইজে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে।

চকরিয়া উপজেলা প্রশাসনের জারি করা নোটিশে ইউএনও সৈয়দ সামসুল তাবরীজ বলেছেন, করোনা ভাইরাসের প্রভাবের কারণে সৃষ্ট পরিস্থিতি ও লকডাউনে ঋণ গ্রহীতাদের আর্থিক অক্ষমতার কারণে চকরিয়া উপজেলায় আগামী ২১ এপ্রিল ২০২১ পর্যন্ত ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত থাকবে। ওই সময় ক্ষুদ্র ঋণের গ্রাহকদেরকে ঋণের কিস্তি পরিশোধে বাধ্য করা বা চাপ দেয়া যাবে না।

 

পাঠকের মতামত: