নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী তথা মুজিববর্ষ-২০২০ উপলক্ষে চকরিয়া উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তারের তত্তাবধানে সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের ও সহকারি শিক্ষা কর্মকর্তা আবু জাফর চকরিয়া উপজেলার ছয়টি ক্লাস্টারের অধীন ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সুচারুভাবে সম্পন্ন করেছেন।
শনিবার দিনশেষে প্রতিটি বিদ্যালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের তালিকা মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চকরিয়া উপজেলা শিক্ষাবিভাগের মনিটরিং সেল এ জমা দেয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা সেখান উপস্থিত হয়ে তাদের বিদ্যালয়ের তালিকা চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তারের কাছে জমা দিয়েছেন।
চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শনিবার চকরিয়া উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশনেয়া শিক্ষার্থীরা রংয়ের তুলিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি, শহীদ মিনার ছাড়াও মুক্তিযুদ্ধধর্মী বিভিন্ন ক্যাটাগরীতে চিত্রাঙ্কন করেন।
প্রতিযোগিতা চলাকালে শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষকরা। আর কার্যক্রমটি সুচারুভাবে সম্পন্ন করতে সার্বিক মনিটরিংয়ে ছিলেন উপজেলা সরকারি শিক্ষা কর্মকর্তা মো.আনোয়ারুল কাদের ও সহকারি শিক্ষা কর্মকর্তা আবু জাফর আলম।
উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, দিনশেষে প্রতিটি বিদ্যালয়ে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের তালিকা তৈরী করে আমাদের কাছে জমা দেয়া হয়েছে। সকল বিদ্যালয়ের তালিকা যাছাই-বাছাই শেষে উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হবে এবং তাদেরকে উপজেলা শিক্ষা বিভাগের পক্ষথেকে পুরস্কৃত করা হবে। #
পাঠকের মতামত: