এম.জিয়াবুল হক, চকরিয়া :: গত ২৮ নভেম্বর তৃতীয়ধাপে অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ১২০ ইউপি সদস্য (মেম্বার) আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তন মোহানায় তাদের শপথ গ্রহণ অনুষ্টিত হয়।
নির্বাচিত ১২০ জন মেম্বারকে দুইদফায় শপথবাক্য পাঠ করান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী ও চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যান যথাক্রমে পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, বদরখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ, কোনাখালীর চেয়ারম্যান দিদারুল হক সিকদার, পুর্ব বড় ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান এস.এম মঈন উদ্দিন চৌধুরী, বিএমচর ইউপি চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলম, কাকারা ইউপি চেয়ারম্যান মো.সাহাব উদ্দিন, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মো.আওরঙ্গজেব বুলেট ও কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন।
তৃতীয় দফায় ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩০ জন সংরক্ষিত মহিলা মেম্বার ও ৯০ জন সাধারণ মেম্বার নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য গত ২০ ডিসেম্বর কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ে ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ নেন।
পাঠকের মতামত: