ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় হাইব্রীড ধান ও উফশী সার পেয়ে খুশিতে উৎফুল্ল উপকারভোগী কৃষকেরা

জিয়াউল হক জিয়া, কক্সবাজারঃ:  কক্সবাজারের চকরিয়ায় ১টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে জনপ্রতিনিধিদের দেওয়া তালিকাভূক্ত উপকারভোগীদের মাঝে হাইব্রীড ধান ও উফশী সার পেয়ে উৎফুল্ল কৃষকেরা।

আজ ১১ ডিসেম্বর, মঙ্গলবার উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয় থেকে ধান ও সার বিতরণ করায়,বুধবার (১১ ডিসেম্বর) খুটাখালী-ডুলাহাজারা-হারবাং ইউনিয়নে উপকারভোগী কৃষকের মাঝে বিনামূল্যে এসব বিতরণ সম্পন্ন করা হয়েছে।
উপজেলা কর্মকর্তার তথ্য-সহকারী রাজিব এর দেওয়া তথমতে-উপজেলায় ১টি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন মিলে হাইব্রীড ধান বরাদ্দ দেওয়া হয়েছে আড়াই হাজার ও উফশী সার বরাদ্দ দেওয়া হয়েছে ছয় হাজার কৃষকের জন্য।
তৎমধ্যে-খুটাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সালাহউদ্দিন কাদের জানান-জনপ্রতিনিধিদের তালিকা মোতাবেক বিনামূল্যে হাইব্রীড ধান পেয়েছে ১শত জন ও উফশী সার পেয়েছে ৪শত জন কৃষকেরা।বিতরণকালে উপ-সহকারী কৃষি কর্মকর্তা,চেয়ারম্যান,মেম্বারেরা উপস্থিত ছিলেন।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল ইসলাম জানান-তালিকাকৃত উপকারভোগী মাঝে বিনামূল্যে ধান ও সার বিতরণ করা হয়েছে।হাইব্রীড ধান পেয়েছে-১৫০ জন ও উফশী সার পেয়েছে-৩৬৫জন কৃষকেরা।তবে পরিষদ চত্বর ও রিংভং স্কুল চত্বর মিলে এসব বিতরণ করা হয়। বিতরণকালে প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু,সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিরাজুল আমিন ও ফয়সাল মোঃ তৌহিদুল ইসলাম।
হারবাং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোজাহের আহমদ জানান-তালিকাভূক্ত উপকারভোগী কৃষকেরা বিনামূল্যে ধান ও সার পেয়ে খুশীতে উৎফুল্ল। হাইব্রীড ধান পেল- ১শত জন ও উফশী সার পেল-৪শত জন।বিতরণকালে উপ-সহকারী কৃষি কর্মকর্তা,ইউপি সদস্য/সদস্যা সহ বিএনপি,জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নাসিম হোসেন বলেন-সরকারীভাবে বরাদ্দ পাওয়া ধান আর সার বিনামূল্যে বিতরণের জন্য পৌরসভা ও ইউনিয়নে গড় মিলিয়ে বরাদ্দ দিয়েছি।তবে ঠিকমত উপকারভোগী কৃষকেরা পাচ্ছে কিনা আমি তদারকিও করছি।হাইব্রীড ধান এসএল ৮এইচ প্রতিজন ২কেজি আর উফশী সার প্রতিজন ১০ কেজি করে পাচ্ছেন।কারণ কৃষক বাঁচলে,দেশ বাঁচবে।তাই আগামীতে বরাদ্দ আরো বাড়ানোর চেষ্টা চালাচ্ছি বলে জানান তিনি।

পাঠকের মতামত: