ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

চকরিয়ায় হাইওয়ে পুলিশ অভিযানে ২৭ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক কুতুপালং শরণার্থী ক্যাম্পে পুশব্যাক

aaaaaaaএম.জিয়াবুল হক, চকরিয়া ::

চট্রগ্রামে পালিয়ে যাওয়ার পথে চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ২৭জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে। পরে তাদেরকে উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ডুলাহাজারা বাজার এলাকা থেকে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি এসআই মো.রুহুল আমিন অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি (ইনর্চাজ) মো.রুহুল আমিন বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ২৭জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু কয়েকদিন আগে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিল ভিলেজার পাড়া গ্রামের মো; হাসেমের বাড়ীতে আশ্রয় নেয়। তাঁরা মহাসড়ক হয়ে ওই বাড়ি থেকে চট্রগ্রামের দিকে চলে যাচ্ছে শুনে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ এহেছানসহ এলাকাবাসির সহায়তায় গতকাল দুপুরে এসব রোহিঙ্গা নারী-পুরুষকে ওই এলাকা থেকে আটক করা হয়। তিনি বলেন, বিকাল তিনটার দিকে উর্ধ্বধন প্রশাসনের নির্দেশে তাঁর খরচে একটি গাড়িতে করে এসব রোহিঙ্গা নারী-পুরুষকে উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: