ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়ায় হাইওয়ে পুলিশে অভিযানে ইয়াবাসহ আটক ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার আমতলী নামস্থানে একটি প্রাইভেটকারে তল্লাসি চালিয়ে ১৪০০ পিচ ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করে পুলিশ। চিরিংগা হাইওয়ে পুলিশের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এসব ইয়াবাসহ ওই দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। এসময় ওই প্রাইভেট কারটি জব্দ করা হয়।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি মো. সাইদুল ইসলাম জানান, বেলা পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বানিয়ারছড়া আমতলী এলাকায় টিএসআই কাঞ্চন সরকারের নেতৃত্বে একদল টহল পুলিশ অবস্থান নেয়। এ সময় প্রাপ্ত তথ্য মোতাবেক কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারে (নং চট্টমেট্টো ঢাকা-গ-৩১-৭৪৭৫) তল্লাসি চালালে সেখানে ১৪০০পিচ ইয়াবা পাওয়া যায়। এ সময় ওই গাড়ির চালকসহ ২ ব্যক্তিকে আটক করে তারা। আটককৃতরা হলো-বরিশালের মুলাদি এলাকার বাসিন্দা মোকাতার আলীর পুত্র চালক রবিউল হাওলাদার (২৮) ও শরিয়তপুরের ডামুরা থানার বাসিন্দা আবুল বশরের পুত্র মো: নাছির হোসেন (২৯)। আটককৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। #

পাঠকের মতামত: