ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

চকরিয়ায় হরিনের মাংস বিক্রির অভিযোগে  ১ ব্যক্তির সাজা

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় হরিনের মাংস বিক্রি ও বহন করার অভিযোগে ১ ব্যক্তির ৩ মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ ৩০ নভেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালুমঘাট গুলিস্থান বাজার এলাকা থেকে নেপাল ধর (৪০)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বন বিভাগ। বিকালে ওই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানবীর হোসন গ্রেফতারকৃতকে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। আটক কৃত ব্যক্তি লামা ফাসিখাখালী ইউনিয়নের পূর্ব হায়রদার নাশী এলাকার ভোলা কান্তি ধরের পুত্র।

জানা গেছে, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: তহিদুল ইসলাম নির্দেশে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার মাজাহারুল ইসলামের নেতৃত্বে ডুলাহাজারা বিট কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ হোসেন ও সঙ্গীয় ফোর্স গুলিস্থান বাজার এলাকা থেকে হরিনের মাংসসহ তাকে গ্রেফতার করে। পরে আটক কৃত ব্যক্তিকে উপজেলা ভ্রাম্যান আদালতের ম্যাজিষ্ট্রেট তানবির হোসেন আদালতে হাজির করেন। আদালত ওই ব্যক্তিকে হরিনের মাংস বেচা-বিক্রির দায়ের ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন।

স্থানীয় লোকজন জানায়, একটি চক্র বেশ কিছু দিন ধরে বনে বিচরণরত হরিণ শিকার করে বিভিন্ন স্থানে বেচা-বিক্রি করে আসছে। বন বিভাগ এ খবরটি নিশ্চিত করতে উৎপেতে থাকে ওই সিন্ডিকেটকে ধরার জন্য। অবশেষে  আজ ৩০ নভেম্বর ওই চক্রের সদস্য নেপাল কান্তি ধরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

 

পাঠকের মতামত: