ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় হত্যা ও সাজসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৬ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও সাজাসহ বিভিন্ন মামলার পলাতক ৬ আসামীকে গ্রেফতার করেছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পালাকাটা গ্রামের আবদুশ শুক্কুরের ছেলে দিদারুল ইসলাম (৪৮), হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কোরবানীয়া ঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. কালু (৬০), চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শমসের পাড়া সোলায়মান বাদশার ছেলে আবু ছালাম (৪২), ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চা-বাগান এলাকার বাদশা মিয়ার ছেলে মো. ছাবের আহমদ (৪৮), খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সাতঘর পাড়ার নুরুন্নবীর ছেলে নুরুল আমিন রিপন (৩২) ও কোনাখালী ইউনিয়নের মধ্যম কোনাখালী খাতুন বাপের পাড়ার আবদুল হাকিমের ছেলে মো. জালাল উদ্দিন প্রকাশ শাহজালাল (৩৩)।
আসামীর মধ্যে দিদারুল ইসলাম ও মো. কালুর বিরুদ্ধে হত্যা, আবু ছালাম ও ছাবের আহমদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। এছাড়াও আসামী  নুরুল আমিনের ৬ মাসের সাজা ও জালাল উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. মনজুর কাদের ভুইয়া বলেন, অভিযানে গ্রেপ্তারকৃত ৬ আসামীকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত: