ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে টার্ফ নির্মাণ, নিরব কর্তৃপক্ষ

সড়ক বিভাগের জমি দিন দিন বেদখল হয়ে মোটা হচ্ছে ব্যক্তিবিশেষের পকেট। এসব টাকার ভাগ সড়ক ও জনপথ বিভাগের অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীদের পকেটেও যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের । তদের দাবি, নিয়মিত উৎকোচ পাওয়ায় সংশ্লিষ্টরাও কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না ।

কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া উপজেলা অংশের জমি দখল করে সড়ক-মহাসড়কের পাশে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। সংশ্লিষ্টদের চোখের সামনে এভাবে দখল হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের খাস জমি ।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া জিদ্দাবাজারের উত্তর পাশে রাস্তার পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কৃত্রিম খেলার মাঠ টার্ফ নির্মাণ করছে।

জিদ্দাবাজার এলাকায় খাসজমি দখল করা জসিম উদ্দিন ও ডা: রমিজের কাছে কিভাবে খাসজমি ভরাট করে বানিজ্যিক প্রতিষ্ঠান করছে জানতে চাইলে তারা বলেন, আমরা সড়ক বিভাগ থেকে অনুমতি নিয়ে মাঠি ভরাট করছি, এবং সড়কের জায়গা চাইলে ছেড়ে দেয়া হবে ।

এইব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী (সদ্য বদলীকৃত) দিদারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন , মাঠি সরানোর জন্য আমরা তাদের কাছে নোটিশ পাঠিয়েছি, অভিযান পরিচালনা করা হবে ।

সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রুপন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, খবর নিয়ে স্থানীয় কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিচ্ছি।

পাঠকের মতামত: