ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় সড়কে নিহত ৬ ভাইয়ের পরিবার পেল, প্রধানমন্ত্রীর অনুদানের ৩৫লক্ষ টাকার চেক

জিয়াউল হক জিয়া, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া মর্মান্তিক সড়ক র্দূঘটনায় নিহত অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০), স্মরণ সুশীল (২৯), রক্ষিম সুশীল(২৬) মিলে ৬সহোদরের পরিবার পেল, প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদান ৩৫ লক্ষ টাকার চেক।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে ডুলাহাজারা ইউপির ১নং ওয়ার্ডেের রিংভং ছগিরশাহকাটা-হাসিনাপাড়ার নিহত পরিবারের উঠানে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের এমপি জাফর আলম।

তিনি বলেন, একটি র্দূঘটনা মানে,সারাজীবনের কান্না।যে কান্নার শেষ নেই। ঠিক তেমনিভাবে নিহতদের পিতা প্রয়াত সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে সবজি বোঝাই পিকগাড়ী চাপায় এই পরিবারে ৬ভাই নিহত হয়েছে। তাই ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার, জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আ’লীগ, যু্বলীগ সহ সকল অঙ্গ সংগঠন, জেলা,উপজেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সরকারী-বেসরকারী বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন দাতা সংস্হা, দানবীর লোকেরা আর্থিক সহযোগিতা করেছেন। তবুও নিহত পরিবারকে দেখতে ছুটে আসছিলেন মাননীয় ধর্মমন্ত্রী। তিনিও আর্থিক সাহায্য দিয়েছেন। আমরা আমাদের প্রচেষ্টায় আবেদনের প্রেক্ষিতে মানবতার “মা” মাননীয় প্রধানমন্ত্রী তহবিল থেকে ৩৫ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক আজ নিহত পরিবারের মাঝে হস্তান্তর করতে এসেছি।

প্রধান অতিথির হাত থেকে ৩৫ লক্ষ টাকার চেক গ্রহণ করলেন-নিহতদের স্ত্রী,গীতা রাণী সুশীল,হীরা রাণী শীল,সুমনা শর্মা,দেবিকা রাণী ঘোষ,পপি রাণী সুশীল,তৃষ্ণা রাণী শীল ও মুন্নী শর্মা পূজা।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, চকরিয়া নির্বাহী অফিসার জেপি দেওয়ান,চকরিয়া সার্কেল (এএসপি) তফিকুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উজ-জামান,চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী,জেলা পরিষদের সদস্য কমরু উদ্দিন চৌধুরী,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী,চকরিয়া পৌর আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু,উপজেলা আ’লীগ নেতা মোক্তার আহমদ চৌধুরী, শাহ্ নেওয়াজ তালুকদার, ফাঁসিয়াখালীর চেয়ারম্যান হেলাল উদ্দিন, ডুলাহাজারার প্যানেল চেয়ারম্যান শওকত আলী,ডুলাহাজারা ইউনিয়ন আ’লীগের সভাপতি ডাঃআজিজুল মান্নান, ইউনিয়ন আ’লীগ নেতা জমির হোসেন সহ সকল ইউপি সদস্য/সদস্যা,রাজনৈতিক নেতা ও সাংবাদিকসহ স্হানীয় গণ্যমান্য বক্তিবর্গ।

উল্লেখ্য,গত ৮ ফেরুয়ারী ভোর সাড়ে ৫টার দিকে পিতা শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে সবজি বোঝাই ঘাতক পিকআপ গাড়ীর চাপা একই পরিবারের ৬সহোদর নিহত হয়।এরপূর্বে গত ২৮ জানুয়ারী নিহদের পিতা সুরেশ পরলোকগমন করেন।এর ৩বছর পূর্বে নিহতদের আরেক ভাই পরলোকগমন করে।এতে উপার্জক শূণ্য পরিবারটির পাশে দাড়াঁলেন প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত: