ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় স্ত্রীর সাথে অভিমান দুই সন্তানের জনকের আত্মহত্যা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে রুবেল মিয়া (২৫) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আজ বুধবার (০২জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, আজ বুধবার সকাল ৬টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে রুবেলের ঝগড়া হয়। এরই জের ধরে রুবেল পরিবারের সদস্যদের অজান্তে সকাল ১০টার দিকে বাড়ীর পেছনে গাছের সাথে ঝুলে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে স্ত্রী দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দিলে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মারা যাওয়া রুবেল দুই সন্তানের জনক। সে পেশায় ট্রাক চালক ছিল বলে জানা গেছে ।

পাঠকের মতামত: