ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার 

চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার 

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ইয়াবাসহ এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি টিম চকরিয়া বাস স্ট্যান্ড এলাকা থেকে  তাদের গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে চকরিয়া থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকার মৃত আহমদ ছোবাহানের ছেলে গিয়াস উদ্দিন (৫০),  একই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী  শাহেদা বেগম (৩৩), মৃত রফিক আহমেদের ছেলে  মোঃ জাহিদুল ইসলাম (২৫),
চকরিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন মুসফিক ও  লেফটেন্যান্ট ফুয়াদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে গিয়াস উদ্দিন একজন পেশাদার মাদক কারবারি। বুধবার রাতে তাঁকে দেশীয় অস্ত্র, ইয়াবাসহ সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। তাঁর সাথে এসব অপরাধকর্মে সম্পৃক্ত থাকায় অভিযানে নারীসহ আরো দুইজনকে গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনজুর কাদের ভূইয়া বলেন, গ্রেফতারকৃত নারীসহ তিনজনকে গতকাল সকালে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত: