ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় সামাজিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে আইনশৃঙ্খলার উন্নতি ঘটাতে হবে -আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা

এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ১৩ জানুয়ারী, সোমবার সকালে উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান, উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ।

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.নোমান, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল মতলব, খুটাখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, পুর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম দুলাল, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম জিকু, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা। সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্য ছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাফর আলম বলেছেন, চকরিয়া পৌরশহরকে যানজটমুক্ত রাখতে হবে। সেইজন্য প্রশাসনের পক্ষথেকে সবধরণের সহযোগিতা নিশ্চিত করতে হবে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটতে হবে। সেই আলোকে থানা পুলিশকে প্রতিটি এলাকায় নজরদারি বাড়াতে হবে। বিশেষ করে সামাজিক সুরক্ষা বিনষ্টের পেছনে সম্ভাব্য কারণ গুলো খতিয়ে দেখতে সেইব্যাপারে তড়িত ব্যবস্থা গ্রহন করতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে মাদক বেচাকেনা, সেবন, জমি-জমা দখল-বেদখল প্রবণতা কমাতে হবে। এধরণের কাজে যাতে অভিযুক্তরা উৎসাহি না হয় সেইজন্য আইনী প্রদক্ষেপ নিতে হবে।

এমপি জাফর আলম বলেছেন, শিক্ষা প্রতিষ্টান কেন্দ্রীক আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়িয়ে ইভটিজিং প্রবণতা রুখতে হবে। প্রতিটি জনপদে নারী নির্যাতন প্রতিরোধকল্পে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিশিষ্টজন্যদের সম্পৃক্ত করে তা সমাধানের উদ্যোগ নিতে হবে। এভাবে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি জনপদে জনসাধারণের মাঝে সামাজিক নিরাপত্তা নিশ্চিতে উপজেলা ও পুলিশ প্রশাসনকে দায়িত্ব শীল ভুমিকা পালন করতে হবে।

পাঠকের মতামত: