ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে কাঁচাবাজার খোলা মাঠে সরিয়ে নিচ্ছে 

 

সামাজিক দূূরত্ব নিশ্চিত করে খোলা মাঠে কাঁচাবাজার ও মাছ বাজারগুলো স্থানান্তরের ফাইলল ছবি

লাবণ্য রাণী পুজা, চকরিয়া :
চকরিয়ায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ থেকে রক্ষা পেতে সামাজিক দূূরত্ব নিশ্চিত করে সুবিধাজনক খোলা মাঠে কাঁচাবাজার ও মাছ বাজারগুলো স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা প্রশাসন।

চকরিয়া প্রশাসন সুত্রে জানা গেছে, কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধ চকরিয়া উপজেলায় ১৮ ইউনিয়ন ও এক পৌরসভার সর্বস্তরের জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি এবং মাছ বাজার ও কাঁচাবাজারের সামাজিক দূরত্ব বজায় রাখতে এমন নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সভাপতি নূরুদ্দীন মুহাম্মদ শিবলী (নোমান) এ তথ্য সিএন কে নিশ্চিত করেছেন।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে উপজেলার সমস্ত কাঁচা বাজারসমূহ পার্শ্ববর্তী সুবিধাজনক স্কুল, কলেজ, খেলার মাঠে স্থানান্তর জন্য পৌরসভার মেয়র, ইউনিয়নে সকল চেয়ারম্যান ও বাজার ইজারাদারদের সাথে আলোচনায় উপজেলা প্রশাসন এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

উপজেলা প্রশাসন আরো জানান, করোনা-সংক্রমণ ঠেকাতে মানুষে-মানুষে সামাজিক দূরত্ব (তিন ফুট) বজায় রাখার নির্দেশনা দিয়েছেন সরকার। কিন্তু উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাজার গুলো ঘুরে দেখা যায় সেই দূরত্ব অনেকেই মানছে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে পাশ্ববর্তী খোলা মাঠে কাঁচা বাজার মাছ বাজার গুলো হস্তান্তর পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা যে অমান্য করে খোলা মাঠে কাঁচাবাজার সমূহ হস্তান্তর না করলে বাজারগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানান।

আগামী কয়েকদিনের মধ্যেই চকরিয়ার সকল কাঁচাবাজার ও মাছ বাজার অন্য সরিয়ে নেয়ার কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

পাঠকের মতামত: