ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে

চকরিয়ায় সনাক এর আলোচনা সভা, শোভাযাত্রা ও মানববন্ধন 

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন-চকরিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়া কর্তৃক আয়োজিত “আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০২৪” উদযাপন উপলক্ষে আয়োজিত ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান  বলেছেন “ এ বছর জাতীয় পর্যায়ে দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে ‘দুর্নীতির বিরূদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। আমি বিশ্বাস করি, নতুন বাংলাদেশ এর অভীষ্ট উদ্দেশ্য অর্জনের মূল কারিগর দেশের আপামর তরুণ প্রজন্ম। দুর্নীতির বিরূদ্ধে সামাজিক আন্দোলনে তরুণদের আরো বেশি উৎসাহিত করার জন্য প্রবীণগনকে এগিয়ে আসতে হবে। প্রবীনগন নবীনদের পথ দেখাবে যাতে নবীনরা সহজেই সমাজের কাংখিত পরিবর্তন আনতে পারে।
তিনি বলেন, আমি মনে করি, আমরা যদি তরুণদের ইতিবাচকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের শুদ্বতা আসতে খুব বেশি সময় লাগবে না, যার প্রকৃষ্ট উদাহারণ  বিগত জুলাই-আগস্ট এর ঐতিহাসিক বিপ্লব মাসে দেখেছি। প্রাকৃতিক বৈচিত্র্যময়তায় সমৃদ্ধ আমাদের প্রিয় এই চকরিয়া উপজেলাকে আরো বেশি জনকল্যাণমুখী জনপদে পরিণত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।” এ সময় তিনি সচেতন নাগরিক কমিটি ও দুর্নীতি প্রতিরোধ কমিটি-চকরিয়া শাখার সদস্যগণকে আরো সক্রিয়ভাবে দুর্নীতি প্রতিরোধে কার্যক্রম বাস্তবায়নের আহবান জানান।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় চকরিয়া উপজেলা  সহকারি কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন বলেন, ‘স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি হয়। সমাজ ও ব্যক্তিগত পর্যায়ের পরিবর্তনের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া সম্ভব।’ উপজেলা ভূমি অফিসের সেবা প্রসংগে তিনি জানান, ‘ভ‚মি সংক্রান্ত যে কোন কাজের জন্য দালালের শরণাপন্ন না হয়ে, উপজেলা ভূমি অফিসে নিজে উপস্থিত থেকে নিজের সেবা নিজে বুঝে নিতে হবে।’ এ সময় তিনি “আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০২৪” উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মকান্ড বাস্তবায়নের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।
আলোচনা সভায় সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার প্রাক্তন সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা যদি রাষ্ট্রের দুর্নীতি প্রতিরোধ করতে চাই তাহলে সবার প্রথম পরিবার থেকে এ কাজটি শুরু করতে হবে। পরিবারের সকলকেই দুর্নীতি বিরূদ্ধে নিজেদের মানসিকতা গড়ে তুলতে হবে। সমাজের বসবাসকারি সকলেই কোন না কোন পরিবারের সদস্য। প্রতিটি পরিবারের সন্তানের মানসিকতা যদি আমরা দুর্নীতির বিরোধী মনোভাবে গড়ে তুলতে পারি, নিকট ভবিষ্যতে তারা এ জাতিকে একটি দুর্নীতি মুক্ত সমাজ উপহার দেবে।
তিনি বলেন, জুলাই-আগষ্টে সংঘঠিত ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লবের অন্যতম লক্ষ্য ছিল সকল প্রকার বৈষম্য রুখে দেয়া। দুর্নীতিই সৃষ্টি করে বৈষম্য। তাই রাষ্ট্রের এবং সমাজের সকল স্তরের দুর্নীতি প্রতিরোধ করতে হলে, “আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০২৪” উপলক্ষ্যে টিআইবি কর্তৃক প্রকাশিত ধারণাপত্রের মাধ্যমে যে দাবী সমূহ প্রকাশ করা হয়েছে, তা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহন করতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত এর সাথে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে বেলুনের মাধ্যমে ফেস্টুন উড়ানোর মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানে অনান্য কর্মসূচীর মাঝে ছিল মানববন্ধন, দুর্নীতি বিরোধী বানী সম্বলিত ব্যানার প্রর্দশন। আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন, সনাক-চকরিয়ার সদস্য সন্তোষ কুমার সুশীল। “আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০২৪” উপলক্ষ্যে টিআইবি কর্তৃক প্রকাশিত ধারণাপত্র পাঠ করে শুনান চকরিয়া সনাকের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সদস্য আরমান রাফি।
অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য দেন চকরিয়া  উপজেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) মো. নজরুল ইসলাম, চকরিয়া থানার এসআই মো. তাজুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সহ সভাপতি অধ্যাপক ছৈয়দ শাহাবুদ্দিন মাহমুদ, সনাক-চকরিয়ার সদস্য সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ, চকরিয়া সনাকের অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সদস্য মো. জামাল উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চকরিয়া টিআইবির
এরিয়া কো-অর্ডিনেটর (সিই) শেখ মো.ওবায়দুর রহমান। ##

পাঠকের মতামত: