মুকুল কান্তি দাশ, চকরিয়া ::
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য বাণীগুলো প্রাত্যাহিক জীবনে কাজে লাগাতে পারলে তাহলে আদর্শ একজন মানুষ হিসেবে গড়ে তোলা কঠিন কোন কাজ নয়। ঠাকুরের প্রতিটি বানী আমাদের কাজে-কর্মের অনুপ্রেরণা হয়ে কাজ করছে। তিনি পৃথিবীতে এসে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। গতকাল শুক্রবার বিকালে চকরিয়া পৌরশহরের চিরিংগা হিন্দুপাড়াস্থ সৎসঙ্গ কেন্দ্রে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩০তম শুভ জন্ম মহোৎসবের আলোচনায় সভায় বক্তারা এসব কথা বলেন।
সৎসঙ্গের এসপিআর মৃদুল কান্তি ধরের সভাপতিত্বে ও দিলীপ সুশীলের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভার উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ব খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি রতন বরণ দাশ, চকরিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ক কান্তি দাশপ্রমুখ।
অনুষ্টানে ধর্মীয় বক্তব্য রাখেন-চট্টগ্রাম সৎসঙ্গ বিহারের এসপিআর তিমির কান্তি সেন, আশীষ চৌধুরী, রত্ম ভট্টাচার্য্য।
শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব উপলক্ষ্যে শুক্রবার ভোরে উষাকীর্তনের মাধ্যমে অনুষ্টানের আরম্ভ হয়। পরে শ্রীমদভাগবত পাঠ, নাম সংকীর্তন, বিনীত প্রার্থনা, মাতৃ সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। দুপুরে অনুষ্টানে আগত হাজারো ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
পাঠকের মতামত: