ঢাকা,রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪

চকরিয়ায় শুভ বড়দিনে উপজেলা প্রশাসনের বিভিন্ন গীর্জা পরিদর্শন ও সরকারী অনুদান প্রদান

এম.মনছুর আলম, চকরিয়া:    খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যীশু খ্রীষ্টের জন্মদিন ও শুভ বড়দিন উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় উপজেলার বিভিন্ন গীর্জা-উপসানালয় এবং খ্রীষ্টান পল্লী পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।২৩ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসন খ্রীষ্টান পল্লী সমূহ পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী,থানার উপপরিদর্শক(এস আই)আবদুল খালেক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী বাবুল কান্তি চৌধুরীসহ গীর্জা ও চার্চের দায়িত্বরত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী নোমান বিভিন্ন গীর্জা ও চার্চের দায়িত্বরত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত সকলের সাথে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিনের অগ্রিম শুভেচ্ছা জানান এবং উপসানালয়ে নিরাপত্তা ও অন্যন্য বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন।

শুভ বড়দিন উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়(পিআইও)অফিসের অফিস সহকারী বাবুল কান্তি চৌধুরী বলেন,খ্রীস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উদযাপন উপলক্ষে উপজেলার ৫টি গীর্জায় সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের বরাদ্দকৃত সরকারী অনুদান উপজেলা প্রশাসনের পক্ষথেকে প্রতিটি গীর্জা-উপসনালয় ৫টন করে মোট২৫মেট্রিক টন চাউল বরাদ্ধ দেয়া হয়।যে সব গীর্জা-উপসনালয় বরাদ্ধ দেয়া হয়েছে তা হলো,ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান এলাকার মেমোরিয়াল ব্যাপ্টিস্ট মন্ডলী,বৈরাগীরখিল বিরয়া ব্যাপ্টিস্ট চার্চ,ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া ব্যাপ্টিস্ট মন্ডলী, হারবাং ইউনিয়নের হারবাং উদযোগী ব্যাপ্টিস্ট মন্ডলী ও বমু বিলছড়ি ইউনিয়নের হেব্রোণ বিলছড়ি স্থানীয় ব্যাপ্টিস্ট উপসানালয়।

পাঠকের মতামত: