ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় শিশু রিফামনি হত্যা মামলার আসামী মান্নান ১৭ বছর পর কারাগারে

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের শিশু রিফামনি হত্যা মামলার আসামি আবদুল মান্নান অবশেষে ১৭ বছর পর জেলহাজতে গেছে। গতকাল রোববার আসামি মান্নান চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থিত হয়ে আইনজীবির মাধ্যমে জামিনের প্রার্থনা করেন। ওইসময় আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোনর নির্দেশ দেন। ২০০১ সালের ২০ ফেব্রুয়ারী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় উপজেলার বিএমচর ইউনিয়নের বহাদ্দার কাটা এলাকায় শিশু রিফামনি মারা যান। রিফামনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চকিদার আবুল বশরের মেয়ে।

মামলার বাদী শিশুটির বাবা বিএমচর ইউনিয়ন পরিষদের চকিদার (গ্রাম পুলিশ) আবুল বশর জানান, তাঁর সাথে জায়গা-জমি নিয়ে প্রতিবেশি ছাবের আহমদের সাথে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে ২০০১সালের ২০ ফেব্রুয়ারী দুপুর ১টার দিকে ছাবের আহমদের পক্ষের আবদুল মান্নানের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর (বাদির) বাড়িতে গিয়ে হামলা করে।

বাদি আবুল বশর জানান, হামলার সময় তাঁর বাড়িতে কোন পুরুষ সদস্য ছিল না। এ অবস্থায় বাঁধা দিলে গেলে হামলাকারীরা তাঁর স্ত্রী আয়াতুন নাহারকে মারধর করে। এসময় তাঁর কোলে থাকা পাঁচবছর বয়সের শিশু রিফামনির মাথা ফেটে যায়। ঘটনার পর আহত শিশু রিফা মনিকে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু ঘটে। ##

পাঠকের মতামত: