চকরিয়া নিউজ ডেস্ক ::
চকরিয়া কাকারার বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যাংকার জয়নাল আবেদিন (৬৫) বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে সোমবার ২৫ডিসেম্বর ভোর ৫টার দিকে ঢাকা মেট্টোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এক
স্ত্রী, ছয় ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মঙ্গলবার ২৬ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি স্টেশন চত্ত্বরে মরহুমের বিশাল নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের তত্ত্বাবধানে লাল সবুজের পতাকায় আচ্ছাদিত কফিনের সামনে গার্ড অব অনারের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। আর রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশনায় এসআই মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে একদল পুলিশ।
এসময় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি হাজী মৌলভী মোহাম্মদ ইলিয়াছ, জেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমামন্ডার মোহাম্মদ শাহজাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম ও বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশাল এ নামাযে জানাযায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনাসাধারণ অংশগ্রহণ করেন। পরে জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক
কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে দেশ মাতৃকার টানে সশস্ত্র লড়াই সংগ্রামে অংশগ্রহণ
করেন। তিনি সাবেক জেলা কমান্ডার এবং চকরিয়া-পেকুয়া মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সদস্য ছিলেন। কর্মজীবনে তিনি জনতা ব্যাংক কর্মকর্তা ছিলেন।
পাঠকের মতামত: