ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২টি বাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর সিকদার পাড়া এলাকায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই বাড়ি দুটির প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আজ ৬ আগষ্ট সন্ধ্যা ৭ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও চকরিয়া দমকল বাহিনীর সহায়তায় ওই বাড়ি দু’টির আগুন নিভিয়ে আশ পাশ বাড়ি গুলো রক্ষা করা হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, হঠাৎ করে ওই এলাকার আনোয়ারা বেগমের বাড়ি থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত পাশের শফিকের বাড়িতে আগুল লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও বাড়ি দু’টির কোন মালামাল রক্ষা করা যায়নি। এতে ওই বাড়ি আগুনে পুড়ে যাওয়ার ফলে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করছে স্থানীয় লোকজন। এদিকে দমকল বাহিনী জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকান্ডের সুত্র পাত হয়। এতে কেউ হতাহত হয়নি। বর্তমানে ওই বাড়ি দু’টির সদস্যরা খোলা আশাশের নিচে বসবাস করছে। স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ আয়ুব ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে ।

পাঠকের মতামত: