নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় মোটর সাইকেল চালিয়ে বিপদেপড়া এক বন্ধুকে গন্তব্যে পৌঁছে দিয়েছেন যুবক আরাফাতুল ইসলাম (১৬)। গণপরিবহন চলাচল বন্ধের সময়ে বন্ধুকে একটি সহযোগিতা দেয়ায় শুধুমাত্র এই অপরাধে ওই যুবককে ডেকে এনে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে সর্বশরীর থেতঁলে দিয়েছেন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম। শুক্রবার বিকালে উপজেলার বরইতলী ইউনিয়নের সোনাইছড়ি এলাকার মাইজপাড়া স্টেশনের পশ্চিমে ঘটেছে এ বর্বর নির্যাতনের ঘটনা। আহত আরাফাত বরইতলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ভিলেজারপাড়া গ্রামের আবুল বশরের ছেলে। পেশায় পরিবহন শ্রমিক। তাকে গুরুতর অবস্থায় চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে অভিযুক্ত নজরুল ইসলাম চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।
আহত আরাফাতুল ইসলাম বলেন, শুক্রবার সকালে আওয়ামীলীগ নেতা নজরুল ইসলামের ছেলে আমির হামজা নিশানকে বাড়ি থেকে মোটর সাইকেলে তুলে তাদের খামারবাড়িতে পৌঁছে দিই। তখন তো আওয়ামীলীগ নেতা নজরুল আমাকে কিছু বলেনি। কিন্তু এদিন বিকালে যখন বিপড়েপড়া আমার বন্ধু স্থানীয় ছৈয়দ আলমের ছেলে আরাফাতকে মোটর সাইকেলে নিয়ে গন্তব্যে পৌঁছে দিই, তাতে ক্ষিপ্ত হন ওই আওয়ামীলীগ নেতা। এরই জেরে শুক্রবার বিকাল আনুমানিক পাঁচটার দিকে বরইতলী ইউনিয়নের সোনাইছড়ি এলাকার মাইজপাড়া স্টেশনের পশ্চিমে আমাকে ডেকে নিয়ে তিনি কাঠের বাটাম দিয়ে পিটিয়ে সর্বশরীর থেতঁলে দিয়েছে। এদিকে আওয়ামীলীগ নেতার বর্বর নির্যাতনের ঘটনায় এলাকার সর্বস্তরের জনসাধারণের চাপা ক্ষোভ বিরাজ করছে। এই ধরণের অন্যায় অবিচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।
আহত যুবকের বাবা আবুল বশর জানান, তাঁর ছেলে আরাফাতুল ইসলাম পেশায় পরিবহন শ্রমিক। সরকারি নির্দেশে গণপরিবহন বন্ধ থাকায় বাড়িতে এসেছে। শুক্রবার সকালে আওয়ামীলীগ নেতা নজরুল ইসলামের ছেলেকে মোটর সাইকেলে তুলে তাদের খামার বাড়িতে পৌঁছে দিয়েছে আমার ছেলে। অথচ এদিন বিকালে বন্ধুকে মোটর সাইকেল যোগে গন্তব্যে পৌঁছে দিলে তা অপরাধ হিসেবে নেন ওই আওয়ামীলীগ নেতা।
এরই জেরে আমার ছেলের উপর অমাবিক নির্যাতন করেন তিনি। পিটিয়ে সর্বশরীর থেতঁলে দিয়েছে। তাকে গুরুতর অবস্থায় চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমানিক নির্যাতনের ঘটনাটি জানতে চকরিয়া পৌরসভার পালাকাটাস্থ বাসভবনে এমপি জাফর আলমের কাছে যাচ্ছি বলে জানান তিনি। আশাকরি এমপি মহোদয় গরীব মানুষের পক্ষে থাকবেন, সুবিচার করবেন।
পাঠকের মতামত: