ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক নিহত

এম.মনছুর আলম, চকরিয়া ::

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ায় যাত্রীবাহী সৌদিয়া বাসাগাড়ীর ধাক্কায় নেভী কোম্পানির পিকআপ কাভার্ড ভ্যানগাড়ির মো: ফরমান (৩২) নামের চালক নিহত হয়েছে। নিহত গাড়ীর চালক ফরমান চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার রশিদ নগর এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে। আজ বৃহস্পতিবার (২মে) দুপুরের দিকে কক্সবাজার মহাসড়কে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্থ রিংভং ছগিরশাহ কাটা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় নিহত চালকের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।

ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. আলমগীর হোসেন বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়াস্থ রিংভং এলাকায় দুপুরের দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী সৌদিয়া বাসাগাড়ীর সাথে সিগারেট কোম্পানির পিকআপ কাভার্ড ভ্যানগাড়ির সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পিকআপ গাড়ীর চালক নিহত হয়।

তিনি আরো বলেন,দুর্ঘটনায় নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই চালকের লাশ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত সৌদিয়া বাস ও পিকআপ গাড়ী উদ্ধার করে জব্ধ করা হয়েছে।

পাঠকের মতামত: