ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় যাত্রীবাহি বাস ও নোহা মাইক্রোবাসের সংর্ঘষে আহত-২০

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা স্টেশন এলাকায় যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নোহা মাইক্রোবাসের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশুসহ অন্তত ২০ যাত্রী কমবেশি আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছেন পুলিশ। ঘটনার পরপর চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও চকরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। গতকাল শুক্রবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে সড়কের উল্লেখিত পয়েন্টে ঘটেছে এ দুর্ঘটনা।

সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি (ইনর্চাজ) নুরে আলম পলাশ। তিনি বলেন, গতকাল বিকালে চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে একটি বাস গাড়ি কক্সবাজার যাচ্ছিলেন। ওইসময় ঘটনাস্থল হারবাং ইউনিয়নের গয়ালমারা স্টেশন এলাকায় বাসটি পৌঁছলে বিপরীত কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী অপর একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে উভয় গাড়ির নারী, শিশুসহ অন্তত ২০ যাত্রী কমবেশি আহত হয়েছে। ঘটনার পরপর আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, সংর্ঘষে বাসের সামনের গ্লাস ভেঙ্গে গেছে এবং মাইক্রোবাসের অংশের অংশ ধুমড়ে মুছড়ে গেছে। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করে পুলিশ ফাঁিড়তে হেফাজতে নেয়া হয়েছে।

পাঠকের মতামত: