কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো.আনোয়ারুল নাছের বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখড়ে আরোহন করতে পারেনা। যেই জাতি যতবেশি শিক্ষিত, সেই জাতি সর্বক্ষেত্রে ততবেশি বেশি উন্নত। তাই শিক্ষাখাতকে বেশি করে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে সমাজ বদলে কাজ করতে হবে। বর্তমান সরকারও শিক্ষাখাতের উন্নয়নে বদ্ধপরিকর। সরকার ইতোমধ্যে শিক্ষাখাতের উন্নয়নে নানামুখী প্রদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, আগামী প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরী করতে হলে প্রতিযোগিতামুলক শিক্ষার কোন বিকল্প নেই। এই জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক মহলকে আরো দায়িত্বশীল এবং সচেতন ভুমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলা পরিষদ আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকরিয়া উপজেলা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষার প্রর্বত্তক চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.ছিদ্দিকুর রহমান। মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.খুরশিদুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.দিদারুল আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, আওয়ামীলীগ নেতা আলহাজ সেলিম উল্লাহ, জামাল উদ্দিন জয়নাল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক ব্যবস্থাপনায় শুরু হওয়া উপজেলা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষার ততৃীয় বর্ষে মাধ্যমিক বিভাগে সপ্তম শ্রেনীতে মেধাবৃত্তি পেয়েছেন ১৬জন। অপরদিকে প্রাথমিক বিভাগে মেধাবৃত্তি পেয়েছেন ৩১জন। দুুটি বিভাগে অসাধারণ সাফল্য অর্জনকারী ৪৭জন শিক্ষার্থীর হাতে এদিন প্রতিজনকে নগদ ৩ হাজার করে টাকা, একটি ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথিসহ অপরাপর অতিথিবৃন্দ। #
পাঠকের মতামত: