এম.মনছুর আলম, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় প্রকাশ্যে দিবালোকজে ইট-পাথর ও মলমূত্র নিক্ষেপ করে এক মুক্তিযোদ্ধা পরিবারের বসতঘরের জায়গা জবর-দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে। বর্তমান দেশের করোনা ভাইরাস সংক্রমণের এ পরিস্থিতিতে মুক্তিযোদ্ধা পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ভুক্তভোগীরা জানায়।
রবিবার (১২এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের হাসি সিকদার পাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা মরহুম বদিউল আলমের বসতঘরে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, বিএমচর ইউনিয়নের হাসি সিকদার পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম বদিউল আলমের ছেলে নেছারুল হক তার পৈত্রিক ওয়ারিশী জায়গা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। রবিবার সন্ধ্যার দিকে একই এলাকার মৃত আকাম উদ্দিনের ছেলে বজল আহমদ ও তার ছেলে শাহাব উদ্দিন নেতৃত্বে ৫-৬জন ভাড়াটিয়া লোকজন নিয়ে মুক্তিযোদ্ধার বসতঘরে গিয়ে তাদের জায়গা রয়েছে দাবি করে নানা ধরণের হুমকি প্রদান করে। এসময় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে তাদের বাধা দিতে গেলে দেশীয় তৈরি অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে বসতঘরে ইট-পাথর ও মলমূত্র নিক্ষেপ করতে থাকে। তাৎক্ষণিক ভাবে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে গ্রাম পুলিশকে পাঠানো হলে প্রতিপক্ষের লোকজন তাদের দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মুক্তিযোদ্ধা বদিউল আলমের ছেলে নেছারুল হক বলেন, দীর্ঘদিন ধরে পৈত্রিক ওয়ারিশী সম্পত্তিতে বসতঘর স্থাপন করে ভোগদখল করে আসছি। কিন্তু এলাকার মৃত আকাম উদ্দিনের ছেলে বজল আহমদ ও তার ছেলে শাহাব উদ্দিন নেতৃত্বে ৮-১০জন ভাড়াটিয়া সন্ত্রাসী লোকজন এনে কোন ধরণের কাগজপত্র ছাড়াই বসতঘরের জায়গায় মালিকানা দাবি করেন। ইতিপূর্বেও তারা জায়গা নিয়ে বিরোধ বাঁধলে ইউনিয়নের গ্রাম পরিষদ আদালতে তাদের অভিযুক্ত করে একটি সালিশী মামলা দায়ের করি। ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিরা গ্রাম আদালতে যথাপোযুক্ত দালিলিক প্রমাণ দেখাতে না পারার কারণে আদালত মুক্তিযোদ্ধা (আমার) পক্ষে রায়-ডিগ্রী প্রচার করেন। এরই পর থেকে তারা আমাকে ও পরিবারের সদস্যদের ওপর নানা ধরণের অত্যাচার, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এনিয়েও তাদের তিনজনকে আসামী করে চকরিয়া উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে এম আর মামলা নং-৪৩/২০২০ দায়ের করা হয়।
তিনি আরও বলেন, রবিবার সন্ধ্যার দিকে আমি ঘরে না থাকার সুবাদে প্রতিপক্ষ বজল আহমদ ও তার ছেলে শাহাব উদ্দিন নেতৃত্বে ৮-১০জন ভাড়াটিয়া সন্ত্রাসী লোকজন এনে পরিবারের বসতঘরের জায়গা জবর-দখল করার চেষ্টা চালায়। এসময় বাঁধা দেয়া হলে তারা প্রকাশ্যে দিবালোকে ইট-পাথর ও মলমূত্র নিক্ষেপ করেন। বর্তমানে তাদের এহেন অত্যাচার নির্যাতনে আমার পুরো পরিবার অতিষ্ঠ হয়ে গেছে। তিনি এ থেকে পরিত্রাণ পেতে ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানটুকু বাঁচাতে প্রশাসনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান জানান, মুক্তিযোদ্ধা পরিবারের ওপর ইট-পাথর ও মলমূত্র নিক্ষেপ করার বিষয়ে কেউ অভিযোগ করেনি। কেউ জায়গা দখল করতে এ ধরণের কোন ঘটনা করলেও তাকে ছাড় দেয়া হবেনা। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।##
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়ায় আওয়ামিললীগ ক্যাডার নজরুল সিণ্ডিকেটের দখলে ৩০ একর বনভুমি:
- চকরিয়ায় শিক্ষা ক্যাডার মনিরুল আলমকে ঘুষের বদলেগণপিটুনি
- চকরিয়ার বিষফোঁড়া সিএনজি-টমটম স্টেশন
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- রামুতে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
- ঈদগাঁও’র নবাগত ইউএনও বিমল চাকমা
পাঠকের মতামত: