সংবাদ বিজ্ঞপ্তি ::
চকরিয়ায় স্বাধীনতার মাসে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর বাড়িতে পুলিশ কর্তৃক হামলা-লুটপাট ও মারধরের ঘটনায় দু:খজনক আখ্যা দিয়ে সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান। শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ান। এসময় তিনি আহতদের খোঁজ খবর নেন।
এ সময় মেয়র মুজিবুর রহমান বলেন, স্বাধীনতার মাসে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার পিছনে কারা জড়িত তাদের তা খোঁজে বের করা দরকার। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে মেয়র মুজিবুর রহমানের সাথে ছিলেন-জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, আওয়ামীলীগ নেতা ওয়ালিদ মিল্টন, জামাল উদ্দিন জয়নাল, পরিমল বড়ুয়া, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সাজিব, লক্ষ্যারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সরওয়ারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পাঠকের মতামত: