এম.জিয়াবুল হক, চকরিয়া ::
মুক্তিযুদ্ধের সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা ও সমাজ সংস্কারক এ.কে সামসুল হুদার স্বরণে চকরিয়া উপজেলা সদরে গতকাল মঙ্গলবার বিকালে নাগরিক স্বরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বরণ সভা উদযাপন পরিষদের আহবায়ক ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা মিজানুর রহমানের সভাপতিত্বে চকরিয়া সদরের অভিজাত রেস্তোরা ধানসিঁিড় কনভেনশন হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এডভোকেট আমজাদ হোসেন।
চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সম্পাদক এবং জেলা আওয়ামীলীগের স-সভাপতি রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা সামসুল হুদা বিএসসি, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসএম জাহাংগীর আলম বুলবুল, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, আমিনুর রশিদ দুলাল, উম্মে কুলছুম মিনু, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছরওয়ার আলম, ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো, মাস্টার আবুল কালাম আজাদ, বরইতলী ইউনিয়নের প্রবীণ আওয়ামীলীগ নেতা মাস্টার মোহাম্মদ আলী, কৃষকলীগ নেতা ডা: সামসু উদ্দিন।
বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, পৌরসভা আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আবুল হাশেম, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস, মাতামুহুরী উপজেলা কৃষকলীগের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক ফজল কবির, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা পারভেজ, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বেলাল, বর্ণমালা একাডেমীর শিক্ষক ছোটন প্রমুখ নেতৃবৃন্দ।
স্বরণ সভায় প্রধান অতিথি এডভোকেট আমজাদ হোসেন বলেন, রাজনীতির বর্তমান পেক্ষাপটে মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা এস.কে সামসুল হুদার মতো নেতার বড় প্রয়োজন। তাদের আমলে দলের মধ্যে কোন ধরণের বিভেদ বিভক্তি ছিলনা। কিন্তু বর্তমান সময়ে নিজেদের মধ্যে দলাদলি আর বিবাদের কারনে এখন আওয়ামীলীগের বেশির ভাগ নেতাকর্মী দলের মুলধারা এবং বঙ্গবন্ধুর আর্দশ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। তাই দলের নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলতা ফেরাতে আমাদেরকে এসকে সামসুল হুদার মতো বরণ্য রাজনীতিবিদদের আর্দশ অনুসরণ করতে হবে।
বিশেষ অতিথি সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে আওয়ামীলীগ সভানেত্রী দেশরত্ম শেখ হাসিনা’র সুযোগ্য নেতৃত্ব বারবার দরকার। আমাদেরকে এখন থেকে শপথ নিতে হবে চকরিয়া-পেকুয়ার আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে হলে বর্ষীয়ান রাজনীতিবিদ এসকে সামসুল হুদার আর্দশ ধারণ করতে হবে। তিনি বলেন, দুবর্ৃৃত্তায়ানের রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হলে সঠিক পথে চলতে হবে। আওয়ামীলীগের রাজনীতিতে জনগনের অংশগ্রহন নিশ্চিত করতে হলে সত্যিকার অর্থে বঙ্গবন্ধু’র আর্দশ ধারণ করতে হবে। #
পাঠকের মতামত: