ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় মিনি ট্রাকের ধাক্কায় টমটমের যাত্রী নিহত

এম জাহেদ চৌধুরী, চকরিয়া ::  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় টমটমের যাত্রী মো. হোসেন (৭০) নিহত হয়েছেন। ঈদের দিন বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় টমটম চালক ও অপর দুই যাত্রী সামান্য আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত মো. হোসনে পাগলিরবিল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই মো. জসিম উদ্দিন বলেন, সকালে ঈদের নামাজ পড়ে টমটমে করে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন মো. হোসেন। ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় একটি মিনি ট্রাক টমটমকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় টমটম থেকে পড়ে গেলে ঘটনাস্থলে মারা যায় সে।

তিনি আরো বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত: