ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় মাতামুহুরী নদীতে তলিয়ে গিয়ে এক স্কুলছাত্র নিখোঁজ

চকরিয়া প্রতিনিধি ::  কক্সবাজরের চকরিয়ায় সাঁতার কেটে মাতামুহুরী পার হতে গিয়ে পালিতে তলিয়ে মো. তারেক (১৩) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। এসময় মো.শরীফ (১৪) নামে তার এক সহপাটিকে স্থাণীয় লোকজন জীবিত উদ্ধার করে। বৃহস্পতিবার (১ আগষ্ট) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের হাজীপাড়া জামে মসজিদ সংলগ্ন মাতামুহুরী নদী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ তারেক এবং জীবিত উদ্ধার হওয়া মো. শরীফ দুইজনই স্থানীয় লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থাণীয় লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার চকরিয়া নিউজকে বলেন, বৃহস্পতিবার স্কুল ছুটির পর বিকাল সাড়ে ৩টার দিকে সাঁতার কেটে মাতামুহুরী নদী পার হয়ে নদীর ওপারে ফুটবল খেলতে যাচ্ছিলেন লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তম আলী চৌধূরী পাড়া এলাকার মো. হারুনের ছেলে মো. শরীফ ও একই এলাকার আব্দু রাজ্জাকের ছেলে মো. তারেক। এসময় হঠাৎ তারা পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি নদী তীরবর্তী লোকজন আঁচ করতে পেরে তাৎক্ষনাত নদীতে তল্লাসী চালায়। এসময় তল্লাসীকারিরা মো.শরীফ (১৪) নামে এক স্কুলছাত্রকে জীবিত উদ্ধার করলেও অপর জনের কোন হদিছ মেলাতে পারেনি। বিকাল সোয়া ৪টার দিকে চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন মাতামুহুরী নদীর নিখোঁজ স্থলে এসে তল্লাসী অভিযানে অংশ নিলেও নিখোঁজ স্কুলছাত্রের কোন সন্ধান মেলাতে পারেনি।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো, সাইফুল হাছান বলেন, নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরীদল চকরিয়ার পথে রয়েছেন। তারা ঘটনাস্থলে পৌছেই উদ্ধার অভিযানে অংশ নিবেন। আশাকরি শীঘ্রই নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধার করা সম্ভব হবে।

পাঠকের মতামত: